প্রকাশিত: Sun, Nov 12, 2023 11:40 PM
আপডেট: Tue, Apr 29, 2025 5:10 PM

[১] নওগাঁর রাণীনগরে দিনদুপুরে ইউপি কার্যালয়ে ঢুকে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

আশরাফুল নয়ন, নওগাঁ:[২]রোববার সকাল সাড়ে ১০টার দিকে রানীনগর উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে  এ ঘটনা ঘটে।

[৩] আহত অবস্থায় চেয়ারম্যান জাহিদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চেয়ারম্যান জাহিদ পারইল গ্রামের তছির উদ্দীন ফকিরের ছেলে।

[৪] পরিষদের সচিব তরিকুল ইসলাম বলেন, এদিন চেয়ারম্যান জাহিদুর রহমান ইউনিয়ন পরিষদে এসে তার অফিস কক্ষে বসে কাজ করছিলেন। এমন সময় তিনটি মোটরসাইকেলে ৬জন হেলমেট ও মাস্ক পরিহিত দুর্বৃত্তরা এসে অফিস কক্ষে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। 

[৫] তিনি আরো জানান-  কোনোকিছু বুঝে উঠার আগেই মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে  হামলাকারীরা। চেয়ারম্যানের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্নসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তবে হামলাকারীদের কাওকে চিনতে পারেনি বলে জানান তিনি। 

[৬] রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, এঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয়  ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : মুরাদ হাসান